নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড়ে বাড়ির পাশের পাহাড় কাটতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাহাড়ের মালিক বলে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সম্প্রুপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কোদাল, শাবল নিয়ে ১০/১২জন শ্রমিক স¤প্রæপাড়া এলাকায় পাহাড়ের মাটি কাটছিল। পাহাড়ের মালিক মিজানুর রহমান এ সময় পাহারা দিচ্ছেলেন। হঠাৎ করে বিকট শব্দে পাহাড়টি ধ্বসে পড়লে মিজানুর রহমান মাটিচাপা পড়েন। পাহাড় কাটার শ্রমিক ও স্থানীয়রা তাৎক্ষনিক মাটি সরিয়ে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সালমা আক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ রামগড় হাসপাতালে রয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।