রাঙামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকায় ২২ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধি পাহাড়ি এক নারী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক ককরেছে পুলিশ।
জানা গেছে, গত সোমবার (২২ ফেব্রুয়ারী ) বিকালে বাক প্রতিবন্ধি ঐ নারীকে বাড়িতে একা পেয়ে প্বার্শ্ববর্তী গ্রামের হরমুজ আলী (৫০) পালাক্রমে ধর্ষন করে বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে বাহির থেকে ঘরের দরজা আটকে দেয় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে জানালে পুলিশ দ্রুত্ব আসামিকে আটক করে। পরে ধর্ষনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।
বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বর্তমানে থানা হাজতে আছে আগামীকাল সকালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পাশাপাশি আসামিকে রাঙ্গামাটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।