বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রিয় গায়কদের একজন জেমস। সুযোগ পেলেই জেমসের গানে মেতে ওঠেন ‘নড়াইল এক্সপ্রেস’।
ম্যাশের মোবাইল ওয়েলকাম টিউনেও দীর্ঘদিন ধরে শোনা গেছে জেমসের গাওয়া ‘বাংলাদেশ’। আবারও জেমসের গানে হারিয়ে গেলেন মাশরাফি। ১৪ মার্চ রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পারিবারিক বন্ধুদের সঙ্গে আড্ডার একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফি।
এক মিনিটের এই ভিডিওতে জুড়ে দেন জেমসের ‘হতেও পারে’ গানটির মাঝের অংশ, ‘হতেও পারে আমাদের এই মিলনমেলা এক ইতিহাস/হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস/হতেও পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ/হতেও পারে তোমার একটু নীরবতাই সে ব্যর্থ/হতেও পারে এই দেখা শেষ দেখা/হতেও পারে এই গানই শেষ গান।
ক্যাপশনে মাশরাফি লেখেন, ‘মিলনমেলা চলুক’ (গুরু)। ভিডিওতে দেখা যাচ্ছে সবাইকে নিয়ে মজা করছেন মাশরাফি। পোস্টটিতে কমেন্ট করে অনেকেই মাশরাফির প্রতি ভালোবাসা জানিয়েছে।