নিউজ ডেস্কঃ
সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা আর তাই আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে পারলে সমাজ থেকে সকল প্রকাশ সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব বলে মন্তব্যে করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (বিজয়ী বাইশ) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন।
খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যেশ্য এসব কথা বলেন তিনি।
১৬ জানুয়ারি বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর জোনের স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর জোনের খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর আপেল মাহমুদ, জোন এ্যাডজুটেন্ট কাপ্টেন মোঃ আহসান হাবিব, কিউএম ক্যাপ্টেন নিয়াজ, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুশদিনা বেগমসহ সামরিক পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বার্ষিক ক্রীড়া উপভোগ শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন।
এছাড়া তিনি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।